v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-05 20:20:27    
ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের মানুষের মুখ সনাক্ত করার বহুমুখী সিস্টেম প্রচলিত হচ্ছে

cri
    কয়েক বছরের গবেষণা ও পরীক্ষার পর স্বকীয় মেধাসত্বের অধিকারী ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের মানুষের মুখ সনাক্ত করার বহুমুখী সিস্টেম সম্প্রতি প্রচলিত হচ্ছে।

    এই প্রকল্প চীনের "দশম পাঁচ সালা পরিকল্পনা"র একটি গুরুত্বপূর্ণ অংশ। তা ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অব্যাপক সু কুয়াং'য়ের পরিচালনায় গবেষণা হয়েছে। সম্প্রতি এই প্রকল্প চীনের গণ নিরাপত্তা বিভাগের বিশেষজ্ঞদের অনুমোদন পেয়েছে। তা চীনে ও আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নত মানের প্রযুক্তির সারিতে দাঁড়িয়েছে।

    জানা গেছে, মানুষের মুখ বয়স, ভঙ্গী, হাবভাব, আলো ইত্যাদি বিভিন্ন কারণে "এক মানুষের হাজার রকম মুখের ছবি"হতে পারে ।তাই মুখ সনাক্তকরণ প্রযুক্তির বিরাট চ্যালেঞ্জের সম্মুখীণ। ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের মানুষের মুখ সনাক্ত করার বহুমুখী সিস্টেম হলো কয়েক প্রধান প্রযুক্তি নিয়ে গঠিত একটি কার্যাকর সিস্টেম। প্রযুক্তিগুলোর মধ্যে রয়েছে মুখ সনাক্তকরণ প্রযুক্তি, নেটওয়ার্ক ডেটাবেস প্রযুক্তি, প্যারোলেল প্রোসেসিং প্রযুক্তি, ছবি সংযুক্ত প্রযুক্তি, অস্পষ্ট ছবি স্পষ্টকরণ প্রযুক্তি, ভিডিও থেকে ছবি সেলেক্ট ও প্রোসেসিং প্রযুক্তি ইত্যাদি। এ সিস্টেমে ২.৫৬ মিলিয়ন মানুষের মুখের ছবি ডেটাবেস আছে, তা মুখ সনাক্তের গতি প্রতি সেকেন্ড ২.৫৬ মিলিয়নে পৌঁছেছে।

    ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের মুখ সনাক্তকরণের বহুমুখী সিস্টেম কয়েকটি ক্ষেত্রে ব্যবহার করা যায়। এক, ওয়্যারলেস প্রযুক্তিতে মুখ সনাক্ত করা। মোবাইলে তোলা ছবিগুলো ওয়্যারলেস ট্রান্সমিশনের মাধ্যমে মুখ সনাক্তকরণ সিস্টেমে ছবি পাঠানো, এরপর সনাক্তের ফলাফল মোবাইলে ফেরত পাঠানো। এভাবে গণ নিরাপত্তা বিভাগের তদন্তের জন্য সুবিধা হয়। তথ্য ও ছবি সংযুক্তভাবে সনাক্ত করার প্রযুক্তি সন্দেহভাজন ব্যক্তি খোঁজার জন্য আরো সুবিধাজনক। বহুমুখী ছবি ও অস্পষ্ট ছবি সনাক্ত করা যায়। তাতে মুখ সনাক্তকরণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র বিরাট মাত্রায় সম্প্রসারিত করা হয়েছে। এবং চশমা পরা এবং চলন্ত অবস্থায় মানুষের মুখও সনাক্ত করা যায়।

    জানা গেছে, চীনের এই প্রযুক্তি স্বকীয় মেধাসত্বের অধিকার পেয়েছে এবং এর প্রধান প্রযুক্তি বহু উদ্ভাবনের পেটেন্ট পেয়েছে। এই সিস্টেম প্রচলিত হলে নিশ্চয়ই অনেক ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করা যায়।