v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-05 17:14:54    
চীনের জাতীয় নারী ফেডারেশনের চেয়ারম্যান কু সিউলিয়েন

cri
    কু সিউলিয়েন চীনের সবচেয়ে ক্ষমতাশালী মহিলা – এই কথার যে দুটো অর্থ আছে তা হল , এক, কু সিউলিয়েন জাতীয় গণ কংগ্রেস অর্থাত চীনের সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতা সংস্থার স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান আর দুই, চীনের বিভিন্ন জাতির বিভিন্ন মহলের নারী নিযে গঠিত এক সামাজিক গণ সংস্থা নিখিল চীন নারী ফেডারেশনের চেয়ারম্যান ।

    বিশাধিক বছর আগে তিনি চিয়াংসু প্রদেশের গভর্ণর ছিলেন । দশাধিক বছর আগে তিনি রসায়ণ শিল্পমন্ত্রী ছিলেন, এখন তিনি নতুন শতাব্দীর জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান ও জাতীয় নারী ফেডারেশনের চেয়ারম্যান । আজকের কু সিউলিয়েন মনেপ্রাণে নারী ও শিশুর যত্ন দিচ্ছেন । চীনের নারী ও শিশু বিষয়ক কাজের উন্নয়ন সম্পর্কে তিনি বলেছেন, আমাদের সরকার নারীদের সমস্যার উপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে। আইনগত নীতি, সাংগঠনিক সংস্থা ও ব্যবস্থার দিক থেকে নিশ্চয়তাবিধান করে নারী-পুরুষের সমতা ও নারী উন্নয়ন ত্বরান্বিত করেছে এবং সাফল্য অর্জন করেছে ।

    কু সিউলিয়েন বলেছেন,সংবিধানের ভিত্তিতে,"নারীদের অধিকার ও স্বার্থ রক্ষা আইন"কে কেন্দ্র করে গঠিত নারীদের অধিকার ও স্বার্থ রক্ষা,নারী উন্নয়ন ত্বরান্বিত করার আইন-ব্যবস্থা চীনে মোটামুটি গঠিত হয়েছে । দেশের ৯০ শতাংশ শহর ও জেলায় নারী-শিশু রক্ষা সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে,বিভিন্ন স্তরের সরকার কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত নারী উন্নয়ন কর্মসূচী প্রণয়ন করেছে । উন্নয়নমুখী দেশগুলোর মধ্যে চীনের নারী ব্রত এখন পুরোভাগে রয়েছে, শিল্পোন্নতদেশগুলোর তুলনায় চীনা নারী ব্রতের উন্নয়নে বিশেষ প্রাধান্য আছে ।

    জাতীয় গণ কংগ্রেস যেমন চীনের সর্বোচ্চ ক্ষমতা সংস্থা, তেমনি রাষ্ট্রের সর্বোচ্চ বিধান সংস্থা । নারী-শিশু রক্ষার আইনগত নিশ্চয়তাবিধানের জন্যে কু সিউলিয়েন মাঝেমাঝে নিম্নস্তরে গিয়ে তদন্ত ও গবেষণা চালাতেন । জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি মাদাম মো ওয়েনসিউ বলেছেন,আইনের দিক থেকে নারী অধিকার রক্ষায় কু সিউলিয়েন অনেক পারদর্শী ।যেমন আইনটি চালু হওয়ায় নারীদের অধিকার ও স্বার্থ রক্ষার অবস্থা জানার জন্যে তিনি ২০০২ সাল থেকেই স্বয়ং মূল স্তরে গিয়ে তদন্ত ও গবেষণা চালান এবং "নারীদের অধিকার ও স্বার্থের নিশ্চয়তাবিধান আইন" সংশোধন করার ব্যাপারে নিজেই আইনটি সংশোধন করার মৌলিক নীতি নির্ধারণ করেছেন ।

    চীনে নারী-পুরুষ সমতা সম্পর্কে মৌলিক রাষ্ট্রীয় নীতির সাফল্য সম্পর্কে কু সিউলিয়েন জানিয়েছেন , আজ শহর ও গ্রামাঞ্চলের কর্মসংস্থানপ্রাপ্তদের মধ্যে ৪০ শতাংশের বেশী হলেন নারী । কিন্তু গ্রামাঞ্চলের শিশু ও নারী উন্নয়ন সম্পর্কে তিনি মনে করেন,গ্রামাঞ্চলে ছেলেকে গুরুত্ব দেয়া এবং মেয়েকে তুচ্ছ করে দেখার চিন্তাধারা এখনো গুরুতর । দারিদ্র্যের কারণে মেয়েদের স্কুলচ্যুত হওয়া,পানির সংকটাপন্ন পশ্চিমাঞ্চলের নারীদের অস্তিত্বের করুণদশা প্রভৃতি বিষয় সবসময় তার মনে থাকে ।

    নিজের জন্যে কু সিউলিয়েন কখনো অন্যের কাছে সাহায্য চাননি । মাত্র একবার তিনি "মা নামক জলাধার"প্রকল্পটির জন্যে সারা দেশের কাছে অর্থ সংগ্রহ করেছেন । প্রকল্পটি হল পশ্চিম চীনের খরা অঞ্চলের কৃষকদের জন্যে বৃষ্টির পানি সংগ্রহের লক্ষ্যে ২০০০ সালে চীনের জাতীয় নারী ফেডারেশন আহুত এক দাতব্য প্রকল্প ।পানির অভাবে সেই অঞ্চলের বেশির ভাগ পুরুষ নিজের স্ত্রী ও সন্তানকে বাড়িতে রেখে মজুরি করতে বাইরে গেছেন । তাদের স্বাস্থ্য ও অস্তিত্বের পরিবেশ অত্যন্ত খারাপ । ১ হাজার রেনমিনপির অর্থ নির্মিত বৃষ্টির পানি সংগ্রহের জলাধার চার সদস্য বিশিষ্ট এক পরিবারের জীবনযাত্রার ও উত্পাদনে ব্যবহার্যপানির অভাব পূরণ করতে পারে ।

    অর্থ সংগ্রহের সময় পেইচিংয়ে এক রসায়ন শিল্প মেলা অনুষ্ঠিত হচ্ছিল । সাবেক রসায়ন শিল্পমন্ত্রী হিসেবে কু সিউলিয়েন মেলাটিতে অংশ নিয়েছেন । তিনি রসায়ন শিল্পপ্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ব্যক্তিদের বলেছেন,পানির অভাবগ্রস্ত পশ্চিমাঞ্চলের জলাধারের জন্যে আমি আপনাদের কাছে টাকাপয়সা আদায় করতে এসেছি,আপনারা আমাকে সমথর্থন করুন । তাঁর কথায় দায়িত্বশীল ব্যক্তিরা মুগ্ধ হন এবং বলেন , আপনি নিশ্চিন্ত হোন , আমরা সবাই আপনাকে সমর্থন করবো । নারী ফেডারেশনের দায়িত্বশীল ব্যক্তি হওয়ার পর কু সিউলিয়েন "মা নামক জলাধার" , গ্রামাঞ্চলের নারীদের কাছে ওষুধ পৌঁছানোর"মা নামক স্বাস্থ্য সেবাদায়ী দ্রুতগামী গাড়ী", স্কুলবয়সী গরীব মেয়েদের সাহায্য প্রকাশ " বসন্ত মুকুট প্রকল্প ",আন্তর্জাতিক সহযোগিতায় বয়স্ক মেয়েদের প্রযুক্তিগত প্রশিক্ষণ সহ প্রকল্পগুলোর জন্যে অনেক কাজ করেছেন,এতে স্থানীয় জনসাধারণ অত্যন্ত মুগ্ধ হয়েছেন ।

    নারী ব্রতের উন্নয়ন ত্বরান্বিত করার জন্যে কু সিউলিয়েনের নেতৃত্বে চীনের জাতীয় নারী ফেডারেশন কানাডা,অষ্ট্রেলিয়া,যুক্তরাষ্ট্র সহ দশাধিক দেশ ও অঞ্চলের সরকারী সংস্থা ও বেসরকারী সংস্থার সঙ্গে দারিদ্র্য বিমোচন,শিক্ষা,স্বাস্থ্য,কর্মসংস্থান,নারীদের অধিকার ও স্বার্থ রক্ষা সহ ১ হাজারেরও বেশি ক্ষেত্রে সহযোগিতা করেছে ।

    কু সিউলিয়েনের স্বামী একজন অঙ্কশাস্ত্রবিদ । নিজের কাজের অবকাশে তিনি বহু বছর ধরে কু সিউলিয়েনের কাজ সমর্থন করে আসছেন । কু সিউলিয়েন হেসেহেসে সবাইকে জানিয়েছেন,আমার স্বামী আমার চেয়ে ভাল রান্না করতে পারেন । আমি তাঁকে প্রথম শ্রেণীর বাবুর্চি বলে প্রশংসা করি,এজন্যে আমি বাসায় রান্না না করে বা কম করে চলতে পারি । এখন চীনে পুরুষরা অত্যন্ত ভাল রান্না করতে পারেন ।

    তিনি উপমা দিয়ে বলেছেন,মরুভূমিতে বাঘের সম্মুখীন হলে চীনারা সর্বপ্রথমে "মা গো বলে ডেকে উঠবেন" , "বাবা গো" নয় । এথেকে পুরোপুরি প্রমাণিত হয় যে, নারীরা কত গুরুত্বপূর্ণ । নারী উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেয়ার চীনদেশে নারীরা আরও বিরাট ভূমিকা পালন করতে পারেন । আমাদের সরকার,আমাদের পার্টি আমাদের উপরঅত্যন্ত গুরুত্ব দেয় । তাই আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে নিজের কাজ করতে হবে । প্রচেষ্টা চালালেই কেবল লাভবান হওয়া যায় । লাভবান হলে রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখা যায় । আরও বেশী যুবকযুবতী আমাদের চেয়েও বেশী আবদান রাখবেন বলে আমি আশা করি।