v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-05 15:46:15    
৬ মে

cri
**ওয়াশিংটনকে স্থল বাহিনীর প্রধান সেনাপতির পদে মনোনীত করা হয়

১৭৮৪ সালের ১৪ জানুয়ারী , মার্কিন কংগ্রেস বৃটেনের সঙ্গে শান্তি চুক্তির অনুমোদন দিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে।

১৭৭৫ সালের ১৯ এপ্রিল উত্তর আমেরিকার ১৩টি উপনিবেশের জনগণ বৃটেনের ঔপনিবেশিক শাসন উত্খাত করে স্বাধীনতা অর্জনের যুদ্ধ শুরু করেন।

একই বছরের ৬ মে দ্বিতীয় মহাদেশ অধিবেশনে সেনা বাহিনী সংগঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে, এবং ওয়াশিংটনকে স্থল বাহিনীর প্রধান সেনাপতির পদে মনোনীত করা হয়েছে।

১৭৭৬ সালের ৪ জুলাই "স্বাধীনতা ঘোষণা"প্রকাশিত হয়, তাতে বৃটেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষিত হয়েছ।

১৭৮১ সালের অক্টোবর মাসে বৃটিশ ঔপনিবেশিক বাহিনীর প্রধান শক্তি ইয়োক জেলায় প্রচন্ড আঘাত পেয়ে বাধ্য হয়ে শান্তির চুক্তি স্বাক্ষর করেছে।

১৭৮৩ সালের সেপ্টেম্বর মাসে বৃটেন আর যুক্তরাষ্ট্রের মধ্যে প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, বৃটেন আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করেছে।

** বিখ্যাত পারমাণবিক পদার্থবিদ ওয়াং কানছাং

১৯৯৮ সালের ১০ ডিসেম্বর চীনের বিখ্যাত পারমাণবিক পদার্থবিদ ওয়াং কানছাং পেইচিংয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

ওয়াং কানছাং ছিলেন চীনের চিয়াং সু প্রদেশের ছাংশু শহরের লোক। ১৯২৯ সালে চীনের ছিংহুয়াং বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে তাঁর লেখাপড়া শেষ হয় । ১৯৩০ সালে জার্মানীর বার্লিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এবং ১৯৩৩ সালে ডক্টর ডিগ্রী লাভ করেন ।

১৯৩৪ সালের এপ্রিল মাসে স্বদেশে ফিরে তারপর চীনের শানতুং বিশ্ববিদ্যালয় ও জেচিয়াং বিশ্ববিদ্যালয়ে প্রফেসার হিসেবে কাজ করেন ।

১৯৪৯ সালের ৬ মে বিপ্লবী কাজে অংশগ্রহণ করেন এবং ১৯৭৯ সালে চীনা কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন । ওয়াং কানছাং চীনের বিজ্ঞান ও প্রযুক্তিবিদা, বিশেষ করে উচ্চ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের উপর খুব গুরুত্ব দেন । তিনি চীনের উচ্চ প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে নতুন পরিস্থিতির সূচনা করেছেন।

** ২৬তম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা পেইজিংয়ে সমাপ্ত

১৯৬১ সালের ৪ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ২৬তম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ পেইজিংয়ে অনুষ্ঠিত হয়। চৌ এন লাই, তেং সিয়াও পিং, হো লুং, লি ফু ছুন, লু দিং ই, লুও রুই ছিং , লুও রুং হুয়ান, শেন জুন রু, কুয়াও মো রুও, লি ওয়েই হান, চেন শু থুং প্রমূখ চীনের নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

৪ এপ্রিল বিকালে তত্কালীন প্রধানমন্ত্রীচৌ এনলাই ২৬তম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপে অংশ নেওয়ার জন্য আসা বিভিন্ন দেশের বন্ধুদের সঙ্গে সাক্ষাত্ করেছেন। পাঁচটি মহাদেশের ত্রিশাধিক দেশ এবং অঞ্চলের দুই শতাধিক শ্রেষ্ঠ খেলোয়াড় এ প্রতিযোগিতায় তাদের চমত্কার নৈপুণ্য দেখিয়েছেন। চীনের টেবিল টেনিস দল পুরুষ দলগত দফায় বিশ্ব চ্যাম্পিয়ন হয় এবং চীনের খেলোয়াড় চুয়াং জে তুং, ছিও চুং হুই যথাক্রমে পুরুষ ও নারী এককে বিশ্ব চ্যাম্পিয়ন হন।

১৯৬১ সালের ৬ মে ২৬তম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা পেইজিংয়ে সমাপ্ত হয়।