চলিত বছরের প্রথম তিন মাসে চীনের গাড়ী রফতানির পরিমাণ বেড়েছে
cri
চীনের বাণিজ্য মন্ত্রণালয় আর শুল্ক বিভাগের পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের প্রথম তিন মাসে চীনের গাড়ী রফতানি বৃদ্ধির প্রবণতা প্রবল।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে যন্ত্রপাতি সহ চীনের রফতানিকৃত গাড়ীর পরিমাণ ৬২ হাজারেরও বেশী। এই পরিমাণ গত বছরের অনুরুপ সময়ের তুলনায় প্রায়১৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের অনুরুপ সময়ের তুলনায় রফতানি মূল্য ২০০ শতাংশের কাছাকাছি বেড়েছে। এ সব গাড়ীর মধ্যে বড়, মাঝারি আর ছোট আকারের যাত্রীবাহী বাস এবং লরির গড় দাম কিছুটা বেড়েছে। গাড়ি আর জিপের গড় দম বিপুল মাত্রায় কমেছে।
|
|