সম্প্রতি চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুত্রে জানা গেছে, চীন সরকারের সংশ্লিষ্ট মহল সারা চীন দেশে অভিবাসী শ্রমিকদের স্বাস্থ্য অবস্থা নিয়ে তদন্ত চালানোর পরিকল্পনা নিচ্ছে এবং এই তদন্তের ভিত্তিতেঅভিবাসী শ্রমিকদের যথাযথ স্বাস্থ্যে সেবা যুগিয়ে দেবে।
জানা গেছে, চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় পেইচিং এবং পশ্চিম ও দক্ষিণ উপকূলীয় শহরগুলোতে পেশাভিত্তিক রোগ সংক্রান্ত তত্ত্বাবধান কেন্দ্র গড়ে তুলবে।এবারকার দতন্ত বিশেষভাবে গ্রামীণ শ্রমিকদের উপর চালানো হবে।
২০০৫ সালে সারা দেশের ৩০টি প্রদেশ আর শহরাঞ্চল থেকে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাওয়া ১২ হাজার পেশাভিত্তিক রোগের মধ্যে বেশীর ভাগ হল নিউমোনিয়।
|