|
|
(GMT+08:00)
2006-05-04 20:29:28
|
ওপেকের তেলের দামের নতুন রেকর্ড
cri
ওপেকের সচিবালয় ৩ মে ঘোষণা করেছে, ইরানের পরমাণু ইস্যু প্রভৃতি উপাদানের প্রভাবে ২ মে এই সংস্থার ১১ ধরনের অশোধিত তেলের পাইকারী গড়পড়তা দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। অন্য দিকে যুক্তরাষ্ট্রেতেল মজুদের পরিমাণ আকস্মিকভাবে বেড়েছে বলে ৩ মে আন্তর্জাতিক অশোধিত তেলের ফিউচারস দাম বিপুল মাত্রায় নেমে গেছে। গত ২৪ এপ্রিল ওপেকের তেলের দাম প্রতি ব্যারেল ৬৭.৩৭ মার্কিন ডলার্র । এই দাম ইতিহাসে রেকর্ড ছিল। পাঁচটি বিনিময় দিনের পূণবিন্যাসের মাধ্যমে ২ মে ওপেকের তেলের দাম আরেক বার বেড়ে প্রতি ব্যারেল ৬৮.৪০ মার্কিন ডলার্রে দাঁড়িয়েছে। ৩ মে যুক্তরাষ্ট্রের শক্তিও সম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত সাপ্তাহিক তেল মজুদের উপাত্ত থেকে দেখা গেছে , গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে তেল মজুদ ২১ লক্ষ ব্যারেলে দাঁড়িয়ে একটানা আট সপ্তাহব্যাপী পড়ে যাওয়ার উত্তেজনাসংকুলপরিস্থিতির অবসান ঘটেছে। তা ছাড়া, নিউইয়ার্ক বাণিজ্য বিনিময় কেন্দ্রে আগামী জুন মাসের হিটিং তেল, তেল এবং প্রাকৃতিক গ্যাসের ফিউচারস দাম ভিন্ন মাত্রায় কমে গেছে।
|
|
|