ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরএকজন কর্মকর্তা ৪ মে স্বীকার করেছেন যে , একই দিন পূর্ব বাগদাদে এক বোমা বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত আর ৪৬জন আহত হয়েছেন ।
জানা গেছে , একই দিন সকাল ৯ টা ৪৫ মিনিটে পূর্ব বাগদাদের ফিলিস্তিন রাস্তায় অবস্থিত এক আদালতের কাছে এক বোমার বিস্ফোরণ ঘটে। তখন ইরাকী পুলিশের এক গাড়ি পার্ক করা ছিল এবং আদালতের আশেপাশে অনেক নাগরিক সমবেত হয়ে ছিলেন । বিস্ফোরণে দুজন পুলিশ আহত হয়েছেন , বাকি নিহত বা আহতদের মধ্যেসবাই নিরীহ নাগরিক ।
বিস্ফোরণ হওয়ার কিছু ক্ষণ হতে না হতেই স্থানীয় পুলিশ বলেছে , এটি একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা , কিন্তু পরে আবার বলা হয় যে , আত্মঘাতী ব্যক্তি নিজের শরীরে বোমাবেঁধে রেখে বিস্ফোরণ ঘটিয়েছে ।
|