উত্তর কোরিয়ার রোতুং সিনমুন পত্রিকায় ৪ মে প্রকাশিত প্রবন্ধে বলা হয়েছে, উত্তর ও দক্ষিণ কোরিয়া দু'পক্ষের বিপরীত অবস্থানে থাকার সময় চলে গেছে, দু'দেশের ব্যবস্থা নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা উচিত।
প্রবন্ধে বলা হয়েছে, গত কয়েক দশকে দু'দেশের মত ও ব্যবস্থা মৌলিকভাবে ভিন্ন রয়েছে, কেউ নিজের মত বা ব্যবস্থা ছাড়তে চায় না বলে দু'দেশ বিপরীত অবস্থানে রয়েছে এবং এতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো খারাপ হয়েছে।
প্রবন্ধের মত অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে দু'দেশের পুরোনো মতামত পরিবর্তন করে ব্যবস্থা নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা উচিত। তাতে প্রথমে পরস্পরের মত ও ব্যবস্থা স্বীকার করা এবং মর্যাদা দেয়া দরকার। তা হলো উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক উন্নয়নের মৌলিক পদ্ধতি।
|