হংকংয়ের স্টক মার্কেটের মূল্য ৩ মে প্রথমবারের মতো ১০ ট্রিলিয়নহংকং ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে । একই দিন হেংশেং ইন্ডেক্সও ১৭০০০ পয়েন্ট ছাড়িয়েছে । হংকংয়ের অর্থনীতিবিদরা বলেছেন, এ থেকে প্রমাণিত হয়েছে যে , হংকং ও চীনের মূলভূখন্ডের অর্থনীতির ভবিষ্যতের প্রতি আন্তর্জাতিক অর্থবিনিয়োগকারীরা আস্থাবান ।
হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের অর্থমন্ত্রী থাং ইংনিয়েন বলেছেন ,এখন হংকংয়ের স্টক মার্কেট উন্নয়নের পক্ষে সহায়ক হবে এমন পরিস্থিতি আগের চেয়ে অনেক পরিপক্ক হয়েছে , বিভিন্ন আইন ব্যবস্থাও অপেক্ষাকৃত পরিপূর্ণ হয়েছে বলে হংকংয়ের বাজার দেশবিদেশের ব্যাপক সংখ্যকঅর্থবিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে । সঙ্গে সঙ্গে তিনি মনে করেন যে , হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের অর্থনীতির টেকসই পুনরুত্থান এবং হংকংয়ের স্টকমার্কেটে মুলভূভাগের শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রবেশ হংকংয়ের স্টক মার্কেটের সমৃদ্ধিশালী হওয়ার গুরুত্বপূর্ণ কারণ ।
|