চীনের নির্মাণ মন্ত্রণালয়সূত্রে জানা গেছে , সাত বছর ধরে চীনের নিম্ন আয়কারীদের থাকার সমস্যা সমাধানে সস্তা ভাড়া ব্যবস্থা কার্যকরী করা হয়েছে । যার ফলে তিন লক্ষ ৩০ হাজার পরিবারের থাকার ব্যবস্থার উল্লেখযোগ্যউন্নতি হয়েছে ।
সস্তা ভাড়া ব্যবস্থার মধ্যে সরকারের অর্থবিনিয়োগে নির্মিত বাড়ি নিম্ন আয়কারীদের সস্তায় ভাড়া দেয়া , নিম্ন আয়কারীরা যাতে বাড়ি ভাড়া নিতে সক্ষম হন তার জন্যে সরকার কর্তৃক তাদের ভাড়ার ভরতুকি দেয়া প্রভৃতি পদ্ধতি অন্তর্ভুক্ত । গতবছরের শেষ নাগাদ চীনের হোপেই , চেচিয়াং, পেইচিং, সাংহাই প্রভৃতি ১৮টি প্রদেশ ও কেন্দ্র শাসিত মহা নগরে সস্তা বাড়ি ভাড়ার ব্যবস্থা কার্যকরী করা হয়েছে । ব্যবস্থাটির কার্যকরী করতে বিভিন্ন অঞ্চল মোট ৪৭০ কোটি রেনমিনপি বরাদ্দ করেছে ।
এ ব্যবস্থা সম্প্রসারণের জন্যে চীনের নির্মাণ মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে , যে শহর ও জেলাগুলোতে সস্তা বাড়ি ভাড়ার ব্যবস্থানেয়া হয়নি তাদেরকে এবছরের মধ্যে ব্যবস্থাটি নিতে হবে । একই সাথে স্থিতিশীল আর্থিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে বিভিন্ন অঞ্চলকে সক্রিয়ভাবে আর্থিক বাজেটকে প্রধান করে গঠিত নানা পদ্ধতিতে অর্থ সংগ্রহ করার ব্যবস্থা বাস্তবায়িত করতে হবে ।
|