নেপালের উপ প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ৩ মে ঘোষণা করেছেন, নেপাল সরকার ও সরকার বিরোধী সশস্ত্র শক্তির মাধ্যে অনির্দিষ্ট কালের যুদ্ধ বিরতি হয়েছে, এবং তিনি সরকার বিরোধী সশস্ত্র শক্তির প্রতি যথাশীঘ্র সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন।
তিনি একই দিন আরো ঘোষণা করেছেন, নেপাল সরকার সরকার বিরোধী সশস্ত্র শক্তিকে "সন্ত্রাসী সংস্থা" বলবে না, এবং সরকার বিরোধী সশস্ত্র গ্রুপের বন্দীদের মুক্তি দেবে।
|