২ মে হংকং ইন্টারনেট যুব সমিতির প্রকাশিতএক জরীপের ফলাফল থেকে জানা গেছে , হংকংয়ের ৮২ শতাংশ জরীপকৃত যুবকযুবতী মনে করেন যে , পেইচিং অলিম্পিক গেমসে অবদান রাখতে পারা গৌরবের ব্যাপার।
জরীপ থেকে জানা গেছে , ৮৬ শতাংশ জরীপকৃত যুবক পেইচিং অলিম্পিক গেমস সমর্থন করেন । ৭৮শতাংশ যুবক পেইচিং অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক হতে চান , তারা মনে করেন যে , স্বেচ্ছাসেবক হওয়া জাতীয়তার বোধে সহায়ক হবে ।
হংকং ইন্টারনেট যুব সমিতি ও হংকংয়ের " অলিম্পিক গেমস" সম্পর্কিত ধারাবাহিক তত্পরতার প্রস্তুতিমূলক কমিটির মিলিত উদ্যোগে জরীপটি আয়োজিত হয় । মোট ২ হাজার ২০০ যুবকযুবতী জরীপে অংশ গ্রহণ করেছেন ।
|