৩ মে রাশিয়ার জরুরী সমস্যা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে , প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে , ৩ মে ভোরে আর্মেনিয়ার যাত্রিবাহী বিমান দুর্ঘটনায় ৬জন শিশু সহ বিমানের ১১৩জন আরোহীর সবাই মারা গেছেন ।
ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে । আর্মেনিযার বিমান কোম্পানির একজন কর্মকর্তা বলেছেন , ঝড়-বৃষ্টিপূর্ণ আবহাওয়া দুর্ঘটনার কারণ বলে তারা মনে করেন ।
রাশিয়ার সংশ্লিষ্ট পক্ষ ত্রাণের জন্যে সামুদ্রিক বিমান পাঠিয়েছে । কিন্তু ঝড়বৃষ্টির কারণে অনুসন্ধাণের কাজ মন্থর হয়েছে । এ পর্যন্ত ঘটনাস্থলের আশেপাশের জলসীমা থেকে ১১টি লাশ উদ্ধার করা হয়েছে ।
বিধ্বংসিত এয়ার-বাস এ-৩২০ যাত্রিবাহী বিমানটি আর্মেনিয়ার রাজধানী এরিভিন থেকে উড্ডয়ন করে দক্ষিণ রাশিয়ার কৃষ্ণ সাগর পাড়ের বন্দর শহর সোচি পৌঁছার আগে হঠাত রাডার থেকে অদৃশ্য হয় এবং তার পর বিমানটির ধ্বংসাবশেষ কৃষ্ণ সাগরের উপকূল থেকে ৬ কিলোমিটার দূরে জলসীমায় উদ্ধার হয়েছে ।
|