চীনে ৫০০ কিলোওয়াট অতি উচ্চ বিদ্যুত লাইন পর্যবেক্ষণকারী যন্ত্রমানব সম্প্রতি আবিষ্কৃত হয়েছে এবং অকুস্থলে এই যন্ত্রমানবের পরীক্ষা সাফল্যমন্ডিত হয়েছে ।
চীনা বিজ্ঞান একাডেমীর শেন ইয়াং স্বয়ংক্রিয়করণ গবেষণা সংস্থা চার বছরেরও বেশি সময় ধরে গবেষণা করার পর সাফল্যের সংগে এই যন্ত্রমানব তৈরি করেছে । জানা গেছে , এই রকম যন্ত্রমানব ৫০০ কিলোওয়াট অতি উচ্চ চাপ বিদ্যুত লাইনে স্বচ্ছন্দভাবে চলাফেরা , বাধা অতিক্রম এবং বিদ্যুত লাইনের অবস্থা স্পষ্টভাবে পর্যবেক্ষণ করতে পারবে । এ পর্যন্ত এমন যন্ত্রমানব পৃথিবীতে বিরল ।
চীনের জাতীয় অর্থনীতির দ্রুত বিকাশের সংগে সংগে বিদ্যুতের চাহিদা বেড়ে চলেছে । বর্তমানে শ্রমিকরাই অতি উচ্চ চাপ বিদ্যুত লাইনে পর্যবেক্ষণের কাজ চালিয়ে যাচ্ছেন । তাতে যেমন শ্রমের প্রাবল্য বেশি , তেমনি তা বিপদজনকও বটে । তাছাড়া সময়মত পর্যবেক্ষণের কাজ না চালালে দেশের জন্যে বিরাট ক্ষতি
|