৩ মে ২০০৬ সালের থমাস ও ইউবার্ কাপ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়ণশীপ জাপানের টোকিওতে কোয়ার্টার ফাইনালে উঠেছে। চীনের পুরুষ ও নারী দল আলাদা আলাদাভাবে নিজ নিজ প্রতিদ্বন্দ্বিকে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে।
চীনের পুরুষ দল ৩:০ সেটে ইংল্যান্ড দলকে পরাজিত করেছে এবং চীনের নারী দল একই ফলাফল দিয়ে সিঙ্গাপুরের নারী দলকে পরাজিত করেছে।