আগামী ৫ বছরে চীন গ্রামাঞ্চলে জলবিদ্যুতচালিত দেড় কোটি কিলোওয়াট যন্ত্রমন্ডল স্থাপন এবং জলশক্তি ব্যবহার করে বিদ্যুত উত্পাদনের আওতায় ৪০০টি জেলায় বিদ্যুতায়নের পরিকল্পনা হাতে নিয়েছে । এই লক্ষ্য হাসিলের পর চীনের এক কোটি কৃষকের বিদ্যুতের চাহিদা মেটাবে ।
চীনের জলসেচ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন , যুক্তিযুক্তভাবে জলসম্পদ ব্যবহার করে পল্লী বিদ্যুতের উন্নয়ন করা হচ্ছে পল্লী বিদ্যুতের চাহিদা মেটানো এবং কৃষকদের জীবনযাপনের মানোন্নয়নের এক কার্যকর পদ্ধতি । কৃষকদের বিদ্যুত ব্যবহারের সমস্যা নিরসনের জন্যে আগামী ৫ বছরে চীন সংশ্লিষ্ট ক্ষেত্রে তার পুঁজি বিনিয়োগ বাড়িয়ে দেবে ।
এক পরিসংখ্যান থেকে দেখা গেছে, ২০০৪ সালের শেষ নাগাদ চীনের গ্রামাঞ্চলে জলবিদ্যুতচালিত ৩ কোটি ৮০ লাখ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন যন্ত্রমন্ডল বসানো হয়েছে এবং জলশক্তির সাহায্যে ৪০০টি জেলায় বিদ্যুতায়ন হয়েছে ।
|