v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-03 16:49:36    
৩ মে

cri
থ্যাচার ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী

১৯৭৯ সালের ৩ মে মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রথম নারী প্রধান মন্ত্রী হন। ৩ মে অনুষ্ঠিত ব্রিটেনের সাধারণ নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন রক্ষণশীল পার্টি চূড়ান্ত বিজয় অর্জন করে। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শিখে রসায়নবিদ ও আইনজীবী হন। ১৯৫৯ সালে তিনি পার্লামেণ্টের সদস্যা হন। প্রধানমন্ত্রী নির্বাচনকালে তিনি প্রতিজ্ঞা করে বলেন, "এমন এক সরকার গড়ে তুলবেন, যা হস্তক্ষেপ বন্ধ করে, নিজের জন্যে সিদ্ধান্ত গ্রহণ বন্ধ করে ।" মিসেস থ্যাচার তার রক্ষণশীল পার্টির বিশ্বস্ত সদস্যা।

মূলভূভাগে বসবাসের জন্য তাইওয়ানী বৈমানিকের কুয়াংচৌ বিমানবন্দরে অবতরণ

১৯৮৬ সালের ৩ মে প্রবীণ তাইওয়ানী বৈমানিক ওয়াং শিচুয়ে মূলভূভাগে স্থায়ীভাবে বসবাস করার জন্য তাইওয়ানের চায়না এয়ার লাইনসের একটি বোয়িং ৭৪৭ মালবাহী বিমান চালিয়ে কুয়াংচৌ বিমানবন্দরে অবতরণ করেন। এই ঘটনা সংঘটিত হবার আগে ৩৭ বছর যাবত চীনের মূলভূভাগ আর তাইওয়ানের মধ্যে কোনো প্রত্যক্ষ বৈঠক হয়নি। সেবার কিন্তু প্রত্যক্ষ বৈঠকের মাধ্যমে সমস্যাটির সমাধান হয়েছে।

ঘটনাটির সংক্ষিপ্ত বিবরণ এই যে, ৩ মে তাইওয়ানের চায়না এয়ার লাইনস কোম্পানির মালবাহী বিমানটি ব্যাংকক থেকে হংকং হয়ে তাইওয়ানে ফিরে যাচ্ছিল। মাঝপথে এই বিমানের ক্যাপ্টেন ওয়াং শিচুয়ে বিমান চালিয়ে চীনের মূলভূভাগে অবতরণ করেন এবং মূলভূভাগে তার পরিবারবর্গের সঙ্গে মিলে যাওয়া আর বসবাস করার জন্য আবেদন জানান।

১৩ মে তাইওয়ানের চায়না এয়ার লাইনসের হংকং শাখার প্রতিনিধি হংকংয়ে চীনের বেসামরিক বিমান কোম্পানির সঙ্গে এ সমস্যা নিয়ে বৈঠক শুরু করে। দুপক্ষের মধ্যে চার বার বৈঠক হবার পর বিমান হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

২৩ মে দু জন ক্রু সদস্য এবং মাল সহ এই বোয়িং মালবাহী বিমান মূলভূভাগ থেকে হংকং হয়ে তাইওয়ানের থাইপেই শহরে ফিরে গেছে।

ক্যাপ্টেন ওয়াং শিচুয়ের জন্ম ১৯৩০ সালে , তিনি চীনের সিছুয়েন প্রদেশের অধিবাসী । ১৯৪৮ সালে চীনের কুওমিনতাং প্রশাসনের বিমান বাহিনীর অফিসার প্রশিক্ষণ একাডেমিতে ভর্তি হন, ১৯৪৯ সালে তাইওয়ানে যান এবং পরে ট্রান্সফার হয়ে "চায়না এয়ার লাইনস কোম্পানিতে" চাকরি পান।

তাইওয়ানের শিক্ষাদফতর শিক্ষকদের মূলভূভাগে আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করতে অনুমতি দেয়

১৯৮৯ সালের ৩ মে তাইওয়ানের শিক্ষাদফতর ঘোষণা করে যে, সেই দিন থেকে শিক্ষাদফতর শিক্ষকদের মূলভূভাগে আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করার জন্য আবেদনপত্র গ্রহণের ব্যবস্থা প্রবর্তন করেছে। নিয়ম অনুযায়ী তাইওয়ানের সরকারী স্কুলের শিক্ষক ও কর্মচারীরা এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও কর্মচারীরা ছুটিতে মূলভূভাগে গিয়ে তাদের আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করতে পারেন। কিন্তু উচ্চপদস্থ ব্যক্তিরা যেতে পারেন না।

চীনের আনহুই প্রদেশে বিশ্বের প্রথম ট্রান্সজেনোসিস ধান উদ্ভাবন

১৯৯৪ সালের ৩ মে চীনের আনহুই প্রদেশের রাজধানী হোফেই শহরে বিশ্বের প্রথম ট্রান্সজেনোসিস ধান উদ্ভাবন করা হয়। চীনের বিজ্ঞান একাডেমির হোফেই শাখার কর্মীরা নিজস্ব গবেষণা পদ্ধতিতে আনহুই প্রাদেশিক কৃষি বিজ্ঞান একাডেমির সঙ্গে যৌথ উদ্যোগে বহু বছর ধরে গবেষণা চালানোর পর এই ট্রান্সজেনোসিস ধান লালন করতে সক্ষম হন ।