v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-03 10:46:30    
বিশ্ব টেবিল-টেনিস প্রতিযোগিতার মাধ্যমে চীনা খেলোয়াড়রা পরিপক্ক হয়েছেন

cri
শ্রোতা বন্ধুরা, বার্ষিক বিশ্ব টেবিল-টেনিস চ্যাম্পীয়নশীপ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আকারের এবং সর্বোচ্চ মানের টেবিল-টেনিস প্রতিযোগিতা। চলতি বছরের এপ্রিল মাসে জার্মানীর ব্রেমেনে আয়োজিত বিশ্ব টেবিল-টেনিস প্রতিযোগিতা চলাকালে চীনের নবীন খেলোয়াড়রা বেশ কয়েকটি কঠোর প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের যোগ্যতা উন্নত করেছেন। এ সব প্রতিযোগিতার মাধ্যমে তাঁরা পেইচিং অলিম্পিক গেমস---২০০৮এর জন্যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। আজকের এই আসরে আপনারা শুনতে পাবেন চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতার লেখা একটি প্রতিবেদন। প্রতিবেদনটির শিরোনাম: “ বিশ্ব টেবিল-টেনিস প্রতিযোগিতার মাধ্যমে চীনের খেলোয়াড়রা পরিপক্ক হয়েছে”। আজকের আসর উপস্থাপন করছি আমি আপনাদের বন্ধু -------। এবারকার ব্রেমেন বিশ্ব টেবিল-টেনিস প্রতিযোগিতার সেমি ফাইনাল খেলায় চীনের পুরুষ দল এবং জার্মানীর পুরুষ দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। জার্মানী দলের ফেলোয়াড় টিমো বল বিশ্বের দ্বিতীয় নম্বর খেলোয়াড়।তিনি ৩:২ সেটে চীন দলের নাম করা খেলোয়াড় মালিনকে পরাজিত করেছেন। ভাগ্যক্রমে বিশ্ব চ্যাম্পীয়ন চীনের আরেক জন খেলোয়াড় হুওয়াং লি ছিন টিমো বলকে ৩:২ সেটে পরাজিত করেছেন। যার ফলে চীনের পুরুষ দল কোন রকমে ফাইনালে উন্নীত হয়েছে। সেমি ফাইনাল শেষ হওয়ার পর, আন্তর্জাতিক তথ্যমাধ্যমগুলো চীনের খেলোয়াড় হুওয়াং লি ছিনের ভূয়সি প্রশাংসা করেছে। কারন এর আগে কয়েকটি শক্তিশালী দল জামার্নীর দশর্কদের উচ্চ উল্লাসের চাপে জার্মানদলের কাছে হারিয়েছে। চীনের পুরুষ দলের প্রধান কোচ লিও গু লিয়েন ব্যাখ্যা করে বলেছেন, টেবিল-টেনিস প্রতিযোগিতা যেমন মেধা, সাহস আর যোগ্যতার প্রতিদ্বন্দ্বিতা, তেমনি অভিজ্ঞতার প্রতিদ্বন্দ্বিতাও । চীন দল এবারকার বিশ্ব টেবিল-টেনিস প্রতিযোগিতাকে চীনা খেলোয়াড়দের প্রশিক্ষণ নেওয়ার একটি দুলর্ভ সুযোগ বলে মনে করে।প্রতিযোগিতার মাধ্যমে আরও বেশী অসুবিধা আর চাপের সম্মুখীন হওয়া এবারকার চীন দলের আশা-আকাংক্ষা। কেননা, ২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমসের জন্যে চীন দল আরও বেশী অভিজ্ঞতা সঞ্চয় করতে চায়। চীন দল মাঝে মাঝে খেলোয়াড়দের উত্সাহ দিয়ে বলেছে যে, প্রতিযোগিতায় যদি লেশমাত্র বিজয়ের সুযোগ রয়েছে তাহলে খেলোয়াড়দের যথাসাধ্য প্রচেষ্টা চালাতে হবে। প্রধান কোচ লিও গু লিয়েন বলেছেন, যে দল প্রতিযোগিতায় নৈপুণ্য দেখাতে পারে সেই দল অবশেষে বিজয়ী হতে পারে। আমাদের নিজের উপর আস্থা রাখা উচিত। আমাদের সব সময় এই ধারণা মনে রাখতে হবে যে, চীনের টেবিল-টেবিস দল বিশ্বের শ্রেষ্ঠ দল সত্ত্বেও যে কোনো দলকে ছোট মনে করা ঠিক নয়। এবারকার ব্রেমেন বিশ্ব টেবিল-টেনিস প্রতিযোগিতায় অনেক দেশের খেলোয়াড়রা লক্ষ্য করেছেন, চীনা খেলোয়াড়রা রেফারিদের খুব সম্মান দেন।প্রতিযোগিতায় তাদের যে শৃংখলা দেখা গেছে তা জামার্নীর দশর্ক এবং বিভিন্ন দেশের খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা অজর্ন করেছে। বিশ্ব টেবিল-টেনিস প্রতিযোগিতায় খেলোয়াড়দের শারিরীক শক্তির চাহিদা বেশী। কারণ দিনে কমপক্ষে দু দফার খেলা হয়। কিন্তু প্রতিযোগিতায় চীনা খেলোয়াড়রা সব সময় জোরালো তেজ দেখিয়েছেন। এ প্রসঙ্গে চীনের পুরুষ দলের প্রধান কোচ লিও গু লিয়েন বলেছেন, দীর্ঘকাল ধরে আমাদের খেলোয়াড়রা রুদ্ধদ্বার প্রশিক্ষণ নিয়ে এসেছেন। সুতরাং তারা এতে অভ্যস্তহয়েছেন। দীর্ঘকালের কঠোর প্রশিক্ষণের পর চীনা খেলোয়াড়রা এ ধরনের কঠোর প্রতিযোগিতায় ভাল নৈপূণ্য দেখাতে পারেন। আসলে এবারকার ব্রেমেন বিশ্ব টেবিল-টিনিস প্রতিযোগিতার জন্যে চীন দল ভালভাবে প্রস্তুতি নিয়েছে। চলতি বছরের জানুয়ারী থেকে ফেব্রয়ারী পযর্ন্ত চীনের টেবিল-টেনিস দলের মধ্যে বাছাই প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল। যারা এই অভ্যন্তরীণ বাছাই প্রতিযোগিতায় ভাল নৈপূণ্য দেখাতে পারেন তারা এবারকার বিশ্ব টেবিল-টেনিস প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন। এমনকি বিশ্ব চ্যাম্পীয়নের ব্যতিক্রমও নেই। এবারকার বিশ্ব টেবিল-টেনিস প্রতিযোগিতায় চীন দল যে নৈপূণ্য দেখিয়েছে জামার্নীর টেবিল-টেনিস সোসাইটির চেয়ারম্যান টোমাস ভিকেটেল তার খুব প্রশংসা করেছেন। তিনি বলেছেন, বিশ্বের বিভিন্ন শক্তিশালী দলকে চীন দলের মূল্যবান অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। চীন দলের এই সফল অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণের জন্যে জাজর্নীর টেবিল-টেনিস সমিতি নবীন খেলোয়াড়দেরকে চীনে পাঠানোর পরিকল্পনা নিয়েছে। তিনি বলেছেন, আমাদের নবীন খেলোয়াড়রা চীনে তিন থেকে চার সপ্তাহের প্রশিক্ষণ নেওয়ার পরিকল্পনা নিয়েছে। তারা চীন দলের প্রশিক্ষণ পরিদর্শন করবেন। তারা চীনা খেলায়োড়দের সঙ্গে খাবেন এবং থাকবেন। টেবিল-টেনিস জার্মানীর যুবক-যুবতীদের একটি জনপ্রিয় খেলা হয়েছে। এতক্ষণ একটি প্রতিবেদন শুনলেন। আজকের খেলা জগত বিশেষ অনুষ্ঠান এখানে শেষ হল। শোনার জন্যে ধন্যবাদ।