v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-30 10:16:47    
বানর রাজা সুন উখোং (৪৩)

cri
    আসলে পাখাটি ছিলো নকল । তাই পাখার বাতাসে অগ্নি শিখা পর্বতের আগুন আরইও তেজে জ্বলে উঠলো । সবাই বিপদে পড়লো । এবার ভুমি দেবতার সাহায্যে সে ষাঁড়দানবের কাছে গেলো । প্রায় দুবছর হলো ষাঁড়দানব পঙ্খকুমারিকে ছেড়ে এসেছে । ধনি শেয়াল দানবের মেয়ে মনিমালাকে কিয়ে করে সে বজ্রস্তুপ পর্বতের মেঘচুম্বি গুহায় বাস করছে । ষাঁড়দানবের খোঁজে এসে মনিমালার সঙ্গেই প্রথমে দেখা হলো সুন উখোং-এর উখোং তাকে গাল দিয়ে বললো , অন্যের স্বামি ভাগিয়ে এনেছো কেনো ? মনিমালা তার উত্তর না দিয়ে দৌড়ে পালালো গুহার মধ্যে । সে গিয়ে ষাঁড়দানবকে এক বানরের কথা বললো ।

    ষাঁড়দানব বাইরে এসে সুন উখোংকে দেখেই ক্রুদ্ধ হলো । ধর্ম ভাই হলে কি হবে ? তার ও পঙ্খকুমারির ছেলে লাল কুমারকে ধরিয়ে দেয়ার জন্য ষাঁড়দানবেরও রাগ ছিলো তার উপর । তার ছেলে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বোধিসত্ব কুয়ানইনের মন্দিরে এখন তপস্যা করছে । বাপ মার কথা মনেও করে না । সেটা ভালো কথা । কিন্তু ছেলের দুঃখ সে ভুলতে পারে না ।

    উখোং তাকে অনুরোধ করলো পঙ্খকুমারির কাছ থেকে কলাপাতা পাখাটি এনে দেয়ার জন্য । কে শোনে কার কথা । ঝাঁপিয়ে পড়লো ষাঁড়দানব উখোং-এর উপর । শুরু হলো যুদ্ধ । ষাঁড় দানবও খুব শক্তিশালি । সেও উখোং-এর মতো অনেক রুপ নিতে পারতো । একশো দফা যুদ্ধ হলো । তবু হারজিত হলো না । ষাঁড়দানব যুদ্ধে ক্ষান্ত দিয়ে হ্রদের রাজব্রাসাদে পালিয়ে গেলো ।

    উখোং কাঁকড়ার রুপ নিয়ে তার পিছে পিছে গেলো । দেখলো পানির নিচে প্রাসাদে বসে বুড়ো ড্রাগন রাজার সঙ্গে ষাঁড় দানব পানে মত্ত । সে পানির উপর উঠে এসে ষাড় দানবের স্বর্ণ চুক্ষু বাহরের লাগাম খুলে দিলো ।

    এবার ষাঁড়দানবের রুপ নিয়ে পঙ্খকুমারির হাসতে হাসতে আখরোট গাছের পাতার মতো ছোটো পাখাটি মুখ থেকে বের করে তার হাতে দিলো । পাখাটি বড়ো করার মন্ত্রও শেখালো সে ।

    অমনি উখোং নিজের রুপ এসে পাখাটি নিয়ে এক লাফে আকাশে উঠে গেলো । ষাঁড়দানব বাইরে এসে দেখলো তার বাহন নেই । তখনি সে বুঝলো , উখোং ছাড়া এ আর কারো কাজ নয় । ষাঁড়দানব দ্রুত গুহায় গিয়ে পঙ্খকুমারির কাছে সব শুনলো । সে তখনি ছুটলো উখোং-এর কাছ থেকে পাখাটি উদ্ধার করতে ।