চীনের প্রথম " কিশোরকিশোরীদের এইডস রোগ প্রতিরোধ ও শিক্ষা কেন্দ্র" সম্প্রতি উত্তর পূর্ব চীনের হেইলুংচিয়াং প্রদেশের হার্বিন শহরে প্রতিষ্ঠিত হয়েছে । এখানে পেশাদার শিক্ষাকর্মীরা কিশোরকিশোরীদের মধ্যে এইডস প্রতিরোধ প্রভৃতি স্বাস্থ্য বিষয়ে শিক্ষা ও সম্প্রচার করবেন ।
কেন্দ্রটি প্রধানত আদানপ্রদান এবং প্রদর্শনী পরিদর্শন এ দুভাগে বিভক্ত । আলোচনা করা , পরামর্শ দেয়া এবং তথ্যভিত্তিক ভিডিও দেখানো প্রভৃতি পদ্ধতির মাধ্যমে আদানপ্রদান করা হয় । প্রদর্শনীতে এইডস রোগের সাধারণ জ্ঞান,এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, কিশোরকিশোরী ও এইডস সহ পাঁচ ক্ষেত্রের লিখিত ভাষা ও ছবিগুলো দেখানো হয় ।
জানা গেছে , এখন চীনে মোট ৬ লক্ষ ৫০ হাজার এইডস রোগী ও ভাইরাসবহনকারী আছে । এদের মধ্যে কিশোরকিশোরীদের অনুপাত কম নয় ।
|