নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা ২ মে নতুন সরকারের মন্ত্রী সভার তালিকা ঘোষণা করেছেন ।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার খবরে প্রকাশ, নেপালের নতুন মন্ত্রিসভা ৭ জন সদস্য । তাঁদের মধ্যে নেপালের সি পি এন পার্টির নেতা সার্মা ওলী উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী নিযুক্ত হয়েছেন । প্রধানমন্ত্রী কৈরালা একই প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করবেন । নেপালের কংগ্রেস পার্টির কৃন্ষ্ণা সিতাউলা ও রাম সারান মাহাত স্বরাষ্ট্র মন্ত্রী ও অর্থমন্ত্রীর পদে নিযুক্ত হয়েছেন ।
৩০ এপ্রিল কৈরালা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ করেন । নেপালের অন্যান্য প্রধান প্রধান পার্টির নেতাদের সঙ্গে পরামর্শের পর এই নতুন মন্ত্রিসভার তালিকা প্রকাশ করেছেন । নতুন মন্ত্রিসভা সরকার বিরোধী গ্রুপের সঙ্গে শান্তি আলোচনা করা এবং সংবিধান প্রণয়ন কমিশন গঠন করা ইত্যাদি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন ।
|