১ মে থেকে চীনা নাগরিকরা বছরে জনপ্রতি ২০ হাজার মার্কিন ডলার বিদেশি মুদ্রা কিনতে পারবেন । দেশের বিদেশি মুদ্রা পরিচালনা ব্যুরো মুদ্রা কেনার উদ্দেশ্য যাচাই করবে না ।
এই সুখবর আর আন্তর্জাতিক শ্রম দিবসের সাত দিন ছুটির কারণে বিদেশে ভ্রমণ করার জন্য লোকেরা ব্যাংকে বিদেশি মুদ্রা কিনতে গিয়েছে । অনেক ব্যাংকের বিদেশি মুদ্রা কেনার পরিমান অনেক বেড়েছে । পেইচিংয়ে চীনা ব্যাংক শিল্প ও বাণিজ্য ব্যাংক ইত্যাদি জাতীয় ব্যাংকের বিদেশি মুদ্রা কেনার পরিমানও অনেক বেড়েছে । বিদেশি মুদ্রা ক্রেতাদের সংখ্যাও ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে ।
জানা গেছে , এর আগে বিদেশে ভ্রমণ করা , ব্যবসার জন্য পরিদর্শন করা আর আত্মীয়কে দেখার জন্য চীনারা বিদেশে ৬ মাসেরও বেশি সময় থাকলে জনপ্রতি ৮ হাজার মার্কিন ডলারের বিদেশি মুদ্রা কিনতে পারতেন ।
|