দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন পার্টি ইউরি পার্টির নেতা চুং দোংইয়োং ১ মে দোকদো দ্বীপ পরিদর্শন করেছেন এবং দোকদো দ্বীপ রক্ষা সম্পর্কে তিন দফা নীতি উত্থাপন করেছেন । তাহল ,এক, দোকদো দ্বীপ সমস্যা শুধু ভূভাগীয় সমস্যা নয় , বরং ঐতিহাসিক সমস্যাও , দুই, দোকদো দ্বীপ প্রাচীনকাল থেকেই দক্ষিণ কোরিয়ার ভূভাগ আর তিন , ভূভাগীয় সার্বভৌমত্ব রক্ষা করা দক্ষিণ কোরীয় সরকারের প্রথম কর্তব্য ।
তিনি বলেছেন , দোকদো দ্বীপেদক্ষিণ কোরিয়ার স্বার্বভৌমত্বেরউপর জাপানের আচরণ উত্তর- পূর্ব এশিয়ার শান্তি ও সমৃদ্ধিতে প্রভাব ফেলবে এবং দক্ষিণ কোরিয়া-জাপান সম্পর্কে খারাপ পরিণাম ডেকে আনবে ।
|