১ মে থেকে তাইওয়ানের যে ফল মূলভূভাগের বাজারে প্রবেশের অনুমোদন পেয়েছে তার সংখ্যা ১৮ থেকে ২২টিতে বেড়েছে । একই সময় চীনের মূলভূভাগ তাইওয়ানের ১১ ধরণের শাকসব্জিরপ্রবেশকে এবং তাইওয়ানী জেলেদের ধরা মাছজাত দ্রব্যের ফুচিয়েন প্রদেশে প্রবেশকে অনুমোদন করেছে ।
জানা গেছে , নতুন যে চার ধরণের ফল অনুমতি পেয়েছে তার মধ্যে লেবু, কমলালেবু, হোলুংকো ও হামি তরমুজ অন্তর্ভুক্ত । সম্প্রতি গুণমান তত্ত্বাবধান, পরিদর্শন ও কোয়ারেন্টাইন সংক্রান্ত রাষ্ট্রীয় প্রশাসন দ্রুতভাবে মূলভূভাগে রপ্তানী তাইওয়ানী ফল ,শাকসব্জিও মাছজাত দ্রব্যের তথ্য সম্পর্কে রিপোর্ট দাখিল , পরীক্ষা এবং অনুমোদন করার জন্যে সুবিধাজনক ব্যবস্থা নিয়েছে এবং দুপারের কৃষিজাত দ্রব্যের বাণিজ্য যাতে সুষ্ঠুভাবে চালানো হয় তার জন্যে বিভিন্ন এলাকা পরিদর্শন ও কোয়ারেন্টাইন সংক্রান্ত সংস্থার কাছে তার নিশ্চয়তাবিধান করার দাবি জানিয়েছে ।
প্রণালীরদুপারের কৃষি আদানপ্রদান সমিতির সভাপতি ইয়ু ইয়োং উই সম্প্রতি বলেছেন , মূলভূভাগে তাইওয়ানের কৃষিজাতদ্রব্যের পরিবহন ব্যয় হ্রাস করার জন্যে মূলভূভাগে তাইওয়ানের কৃষিজাত দ্রব্যের পরিবহন আংশিক এলাকা পার হওয়ার ব্যয় মওকুফ করার সুবিধা নীতি উপভোগ করবে ।
|