দক্ষিণ কোরিয়ার বৈদেশিক ব্যবসা মন্ত্রণালয়ের বাণিজ্য বিভাগ ৩০ এপ্রিল ঘোষণা করেছে , দক্ষিণ কোরিয়া ও আসিয়ান দ্বিপাক্ষিক অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ।
চুক্তি অনুযায়ী , ২০১০ সালের আগে দক্ষিণ কোরিয়া ও আসিয়ান ৯০ শতাংশ আমদানি দ্রব্যের শুল্কহার বাতিল করবে । ২০১৬ সাল শেষের আগে ৭ শতংশের আমদানি শুল্কহার ৫ শতাংশের নিচে কমানো হবে । অন্য ৩ শতাংশের আমদানি দ্রব্য খুব স্পর্শকাতর বলে দু'পক্ষ এসব দ্রব্যকে আমদানি দ্রব্যের তালিকায় অন্তর্ভূক্ত করবে না । সেসব স্পর্শকারত দ্রব্য হল প্রধানত কৃষি দ্রব্য ।
|