সম্পতি উত্তর-পশ্চিম চীনের ছিং হাই প্রদেশের কাং ছাই জেলায় একটি নেড়া হাঁসকে এইচ ৫ এন ১ বার্ড ফ্লুর ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সনাক্ত করা হয়েছে । এর প্রতিকারে স্থানীয় সরকার জরুরী আগাম পরিকল্পনা হাতে নিয়েছে । এ পর্যন্ত সেখানে বার্ড ফ্লুতে গৃহ-পালিত হাস-মুরগিদের আক্রান্ত হওয়ার প্রকোপ দেখা দেয় নি ।
জানা গেছে, ছিং হাই প্রদেশ কাং ছাই এলাকায় সার্বিকভাবে বিষমুক্ত করার কাজ চালিয়েছে এবং বিভিন্ন পদক্ষেপ নিয়ে অতিথি পাখিদের পর্যবেক্ষণের কাজ জোরদার করেছে ।
৩০ এপ্রিল চীনের কৃষি মন্ত্রণালয় ছিং হাই প্রদেশের প্রতি গৃহ-পালিত হাঁস-মুরগিদের টিকা দানের কাজ এবং অতিথি পাখির আবাসভূমি ও তার আশেপাশের এলাকায় প্রকোপ পর্যবেক্ষণ আরো জোরদার করার আহবান জানিয়েছে ।
|