১ মে নেপালের জাতীয় টি ভি কেন্দ্র বলেছে, ৩০ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত পূর্ণাঙ্গ অধিবেশনে নেপালের সংসদে নতুন সংবিধান প্রণয়নে জাতীয় প্রতিনিধি সম্মেলন আয়োজনের বিল গৃহীত হয়েছে।
জানা গেছে, নতুন প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা এই বিল উপস্থাপন করেন। ৩০ এপ্রিল অনুষ্ঠিত একটি সম্মেলনে ভাষণ দেয়ার সময় তিনি সরকার বিরোধী সশস্ত্রশক্তির উদ্দেশ্যে যত তাড়াতাড়ি সম্ভব সরকারের সঙ্গে শান্তি বৈঠক করার আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, নেপালের নতুন সরকার অবিলম্বে সংশ্লিষ্ট সময়সূচি জনগণকে জানাবে।
|