আফ্রিকান ইউনিয়নের বিশেষ দূত সালিম আহমেদ সালিম ৩০ এপ্রিল নাইজেরিয়ার রাজধানী আবুজায় বলেছেন, একই দিন সুদান দার্ফুর শান্তি বৈঠক শেষ হবার কথা থাকলেও তা আরো ৪৮ ঘন্টা চলবে, যাতে সংঘর্ষের সকল পক্ষ আরো আলোচনা এবং শান্তি চুক্তির ব্যাপারে মতৈক্যে পৌঁছাতে পারে ।
তিনি আরো বলেন, দার্ফুর সংঘর্ষ সমাধানের শান্তি চুক্তি প্রস্তুত হয়েছে এবং শুধু সংষর্ঘের সকল পক্ষের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। তিনি সংঘর্ষের সকল পক্ষের উদ্দেশ্যে ৪৮ ঘন্টার মধ্যে দ্বন্দ্বটি সমাধান এবং শান্তি চুক্তিতে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন।
|