যদিও সম্প্রতি দানিউব নদীর পানি প্রবাহ কিছুটা কমেছে, তবু ৩০ এপ্রিল এই নদীর রোমানিয়া অংশের পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
দানিউব নদী তীরবর্তী রোমানিয়ার ১২ জেলার প্রায় ১৫ হাজার মানুষ ধরবাড়ি ত্যাগে বাধ্য হয়েছে। তীরের দু'পাশের অধিবাসীদের জীবনের নিরাপত্তা রক্ষা করার জন্য, স্থানীয় সরকার ৩০ এপ্রিল থেকে গালাতি জেলার কোস্টেস্টি এলাকায় বাঁধ কেটে বন্যার পানি নিষ্কাশন শুরু করেছে।
|