v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-01 12:03:41    
১ মে

cri
১ মে আন্তর্জাতিক শ্রম দিবস দিনে আট কর্মঘন্টা ব্যবস্থার দাবিতে ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের হাজার হাজার শ্রমিক রাস্তায় বের হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। মার্কিন শ্রমিকদেরসাহসী সংগ্রাম সারা বিশ্বের শ্রমিক শ্রেণীর সমর্থন পায়। অবশেষে মার্কিন শ্রমিকদের সংগ্রাম বিজয় লাভ করে। ১৮৮৯ সালের জুলাই মাসে প্যারিসে আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক কংগ্রেসে ১ মে আন্তর্জাতিক শ্রম দিবস নির্ধারিত হয়। এর পর প্রতি বছর সারা বিশ্বের জনগণ সাধারণত ১ মে বিরাটাকারের শোভাযাদ ও রাওপ্যারেড প্রদর্শন করেন। কেন্দ্রীয় টেলিভিশন স্ট্যাশিনপ্রতিষ্ঠিত ১৯৫৮ সালের ১ মে কেন্দ্রীয় টেলিভিশন স্ট্যাশিন প্রতিষ্ঠিত হয়। কেন্দ্রীয় টেলিভিশন স্ট্যাশিন চীনের প্রথম টিভি স্ট্যাশিন। ১৯৫৮ সালের ২ সেপ্টেম্বর কেন্দ্রীয় টেলিভিশন স্ট্যাশিনেরঅনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে প্রচারিত হয়। চীন আর ডেনর্মাকের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত ১৯৫০ সালের ১ মে চীন আর ডেনর্মাকের মধ্যে কূটনৈতিক সম্র্পক প্রতিষ্ঠিত হয়। চীনের প্রথম শ্রম সম্মেলন অনুষ্ঠিত ১৯২২ সালের ১ মে চীনের জাতীয় শ্রম সম্মেলন কুওয়াচৌতে অনুষ্ঠিত হয়। চীনের কমিউনিষ্ট পাটি আর কুওমিতাং পাটির প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন। ১৯৯৫ সালকে আন্তর্জাতিক সংযম বর্ষ নিধারন ১৯৯৫ সালের ১ থেকে ৪ মে পযর্ন্ত নয়াদিল্লতে ইউনেস্কো আর ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যাগে ‘সংযম’ বিষয়ক এশীয়-প্যাসিফিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ‘সংযম’ ঘিরে এশিয়া আর প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের অর্থনীতি, রাজনীতি, সমাজ, সংস্কৃতির হালচাল আর ভবিষ্যত ইত্যাদি ইস্যু নিয়ে আলোচনা হয়। সম্মেলনে ১৯৯৫ সাল ‘ জাতি সংঘের আন্তর্জাতিক সংযম বর্ষ’ নিধার্রিত হয়। সম্মেলনে এই চূড়ান্ত খসড়া ঘোষণা অনুমোদিত হয়। ১৯৯৩ সালের এপ্রিল মাসে ইস্তাম্বুলে ইউনেস্কোর আয়োজিত একটি বিশেষজ্ঞ অধিবেশনে এই ঘোষণা নিয়ে আলোচনা হয়। ৪৩তম বিশ্ব টেবিল-টেনিস চ্যাম্পীয়নশীপ থিয়েনচিন শহরে অনুষ্ঠিত ১৯৯৫ সালের ১ থেকে ১৪ মে পযর্ন্ত চীনের থিয়েনচিন শহরে ৪৩তম বিশ্ব টেবিল-টেনিস চ্যাম্পীয়নশীপ অনুষ্ঠিত হয়। চ্যাম্পীয়নশীপ চলাকালে আন্তর্জাতিক টেবিল-টেনিস ফেডারেশনের কংগ্রেস থিয়েনচিন শহরে অনুষ্ঠিত হয়। সেবারকার চ্যাম্পীয়নশীপে চীন দল মোট সাতটি শীরোপা লাভ করে। শ্রীলংকার প্রেসিডেন্ট পুলেমাডা এই বিস্ফোরণে নিহত হন ১৯৯৩ সালের ১ মে শ্রীলংকার রাজধানী কোলম্বরে ‘১ মে’ উপলক্ষে একটি প্যারেড আয়োজন করা হয়। হঠাত একটি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে শ্রীলংকার প্রাক্তন প্রেসিডেন্ট পুলেমাডা প্রাণ হারান। চীনের প্রথম যৌথ পুঁজিবিনিয়োজিত শিল্প-প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে চালু হয় ১৯৮০ সালের ১ মে চীনের বে-সারমিক বিমান পরিবহণের পেইচিং ব্যবস্থাপনা ব্যুর্রোআর হংকং চীনের বিমান পরিবহণ খাদ্য কোম্পানি ----পেইচিং বে-সামরিক খাদ্য কোম্পানি আনুষ্ঠানিকভাবে চালু হয়।