২০০৬ সালের শেং ইয়াং বিশ্ব উদ্যান মেলা ৩০ এপ্রিল শুরু হয়েছে । আন্তর্জাতিক উদ্যান স্থাপনকারী সমিতির চেয়ারম্যান ফাবের গত শনিবার উত্তর-পূর্ব চীনের শেন ইয়াং শহরে বলেছেন , গত কয়েক দশকে উদ্যান শিল্পোন্নয়নের ক্ষেত্রে চীন বিপুল প্রয়াস চালিয়েছে । চীনা জনগণ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে অধিক থেকে অধিকতর পেশাদারী হয়ে উঠেছে এবং কার্যকরিতার ওপর আরো বেশি গুরুত্ব দিচ্ছে ।
২৯ এপ্রিল ফাবের শেং ইয়াংয়ে একটি সাংবাদিক সাক্ষাত্কার দিয়েছেন । সাক্ষাত্কারে তিনি বলেছেন , ব্যাপকতার দিক থেকে শেন ইয়াং বিশ্ব উদ্যান মেলা একটি বিরাটাকারের মেলা । প্রদর্শিত উদ্যানগুলো অত্যন্ত মনোরম । শেন ইয়াং মানব ও প্রকৃতির সম্প্রীতিময় অবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছে এবং এবারের বিশ্ব উদ্যান মেলাকে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে ।
২০০৬ সালের শেন ইয়াং বিশ্ব উদ্যান মেলা আগামী অক্টোবরের শেষ দিক পর্যন্ত চলবে । প্রায় এক কোটি লোক এই মেলা পরিদর্শন করবেন বলে অনুমান করা হচ্ছে । শেন ইয়াং হচ্ছে বিশ্ব উদ্যান মেলার আয়োজক চীনের দ্বিতীয় শহর । ১৯৯৯ সালে চীনের খুন মিং শহর প্রথমবারের মত সাফল্যের সংগে বিশ্ব উদ্যান মেলা আয়োজন
|