আফ্রিকার তথ্য মাধ্যম সম্প্রতি চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের আফ্রিকার তিনটি দেশ সফরের ওপর অত্যন্ত গুরুত দিয়েছে এবং তাঁর সফরের উচ্চ মূল্যায়ন করেছে ।
কেনিয়ার প্রধান পত্রিকা "দি স্ট্যান্ডার্ড" চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের সফর সম্পর্কে বিশেষ সম্পাদকীয় প্রকাশ করেছে । চীন আফ্রিকাকে গুরুত্বপূর্ণ সহযোগীতা ও অংশীদার মনে করে । সাম্প্রতিক বছরগুলোতে দু'পক্ষের বাণিজ্য দ্রুতভাবে উন্নত হচ্ছে । প্রেসিডেন্ট হু চিন থাওয়ের এবারকার কেনিয়া সফর চীন-কেনিয়া দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্ক আরো ত্বরান্বিত করবে ।
মরক্কোর " ইকোনোমিস্ট" পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়েছে , চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের মরক্কো সফর দু'দেশের ঐতিহ্যিক সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করবে । সম্পাদকীয়তে আরো বলা হয়েছে , চীন বাণিজ্যিক উন্নয়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দেয় এবং মরক্কো থেকে আরো বেশি দ্রব্য আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে ।
তানজানিয়ার "আফ্রিকান" সাপ্তাহিক পত্রিকার প্রবন্ধে বলা হয়েছে , হু চিন থাওয়ের আবার আফ্রিকা সফর থেকে বুঝা যায় যে , বিশেষ করে বাণিজ্য উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে চীন আফ্রিকান দেশগুলোর ওপর গুরুত দেয় ।
তা ছাড়া , কেনিয়া , মরক্কো ও তানজানিয়া ইত্যাদি দেশের অন্যান্য তথ্য মাধ্যম আলাদা আলাদাভাবে প্রেসিডেন্ট হু চিন থাওয়ের আফ্রিকা সফরের উচ্চ মূল্যায়ন করেছে ।
|