জাপানের পররাষ্ট্রমন্ত্রী আসো তারো ও প্রতিরক্ষামন্ত্রী নুকাগা ফুকুশিরো ৩০ এপ্রিল সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছেন । তাঁরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস ও প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ডের সংগে ১ মে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য মার্কিন-জাপান নিরাপত্তা পরামর্শ কমিটির অধিবেশনে অংশ নেবেন এবং জাপানে মেতায়েন মার্কিন বাহিনীর পুনর্গঠনের সমস্যা সম্পর্কে চুড়ান্ত চুক্তি স্বাক্ষর করবেন ।
জাপানের " আসাহি" পত্রিকার খবরে প্রকাশ , জাপানে মোতয়েন মার্কিন বাহিনীর পুনর্গঠন সম্পর্কে জাপান-মার্কিন চূড়ান্ত রিপোর্ট ২৯ এপ্রিল সম্পন্ন হওয়ার কথা । রিপোর্টটির বিষয়বস্তুর মধ্যে রয়েছে জাপানে মোতায়েন মার্কিন বাহিনী ও জাপানী রক্ষী বাহিনীর মধ্যে স্ব স্ব সদর দফতরের সহযোগিতা জোরদার করা এবং সামরিক ঘাঁটির সম্মিলিত ব্যবহার করার বিষয় । এসব কাজের জন্যে আনুমানিক ব্যয় হবে ১০ বিলিয়ন ২৭ কোটি মার্কিন ডলার । তার মধ্যে জাপান ৬ বিলিয়ন ৯ কোটি মার্কিন ডলার বহন করবে ।
|