 ৩০ এপ্রিল সকাল পর্যন্ত, চীনের শানসি প্রদেশের চি ছাং জেলার কয়লা খনি বিস্ফোরণ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৪ জনে দাঁড়িয়েছে । বর্তমানে উদ্ধার কাজ চলছে।
২৯ এপ্রিল বিকাল ৪টায়, চিছাং জেলার একটি কয়লা-খনিতে গ্যাস বিস্ফোরণ ঘটেছে। সে সময়ে কুপে মোট ৩৯ জন ছিল। এর মধ্যে ৭জন খনি-শ্রমিক নিরাপদে বাইরে আসতে পারে এবং ৩২ জন কুয়াতে আটকা পড়ে।
দুর্ঘটনার পর, স্থানীয় সংশ্লিষ্ট পক্ষ অবিলম্বে ত্রাণকর্ম সংক্রান্ত কার্যালয় প্রতিষ্ঠা করেছে এবং ত্রাণ কাজ চলছে। স্থানীয় গণ-নিরাপত্তা বিভাগ এই কয়লা-খনির মালিক ও ব্যবস্থাপককে তাদের নিয়ন্ত্রণে এনেছে এবং খনির কাগজপত্র জব্দ করেছে ।
|