 ২৮ এপ্রিল আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহা পরিচালক মোহামেদ এল বারাদেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা পরিষদের কাছে ইরানের পরমাণু সমস্যা সংক্রান্ত রিপোর্ট উপস্থাপন করার পর, অবিলম্বে আন্তর্জাতিক সমাজে তীব্র উদ্বেগ সঞ্চার হয়েছে। ২৯ এপ্রিল ইইউ, রাশিয়া ও ভারত ইত্যাদি আন্তর্জাতিক সংস্থা ও দেশগুলো ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ উপায়ের মাধ্যমে ইরানের পরমাণু সমস্যা সমাধান করার কথা বলেছে।
ইইউ'র কূটনীতি ও নিরাপত্তা নীতি বিষয়ক শীর্ষ প্রতিনিধি হাভিয়ের সোলানা জোর দিয়ে বলেছেন, তিনি সশস্ত্রশক্তি দিয়ে ইরানের পরমাণু সমস্যা সমাধানের বিরোধিতা করেন। ই ইউ অব্যাহতভাবে কূটনৈতিক উপায়ের মাধ্যমে এই সমস্যা সমাধান করার চেষ্টা করবে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানোছার মোত্তাকির সঙ্গে টেলিফোন যোগে কথাবার্তা বলার সময় ইরানের উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা অস্থায়ীভাবে বন্ধ এবং কার্যকর ব্যবস্থা নিয়ে ইরানের প্রতি আন্তর্জাতিক সমাজের আস্থা পুনরুদ্ধার করার আহ্বান জানিয়েছেন।
|