২৮ এপ্রিল থাইল্যান্ড নির্বাচন কমিটি ২৯ এপ্রিলের দ্বিতীয়উপ-নির্বাচন স্থগিত করার কথা ঘোষণা করেছে ।
প্রশাসনিক আদালত ২৯ এপ্রিলের সাধারণ নির্বাচনের দ্বিতীয় দফা উপ-নির্বাচন স্থগিত করার আদেশ জারি করার পর থাইল্যান্ড নির্বাচন কমিটি একই দিন এক জরুরী সভার আয়োজন করেছে । সভা শেষে নির্বাচন কমিটির সদস্য পারিনয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন , নির্বাচন কমিটি ইতিমধ্যে ১৪টি নির্বাচন এলাকার কাছে আদালতের নতুন রায় না হওয়া পর্যন্ত উপ-নির্বাচন স্থগিত করার নির্দেশজানিয়েছে । তাছাড়া নির্বাচন কমিটি প্রশাসনিক আদালতের রায়ের বিরুদ্ধে সাংবিধানিক আদালতের কাছে অভিযোগপত্র দাখিল করেছে । কারণ এর আগে সাংবিধানিক আদালত রাষ্ট্রীয় নির্বাচন কমিটির নির্বাচন অনুষ্ঠান করার ক্ষমতা আছে এমন রায় দিয়েছিল ।
পারিনয়া বলেছেন , নির্বাচনের পর যে সংসদ সদস্য স্বীকৃতি পাননি নির্বাচন কমিটি ৩০ এপ্রিল সভা করে তাদের যাচাই করার কাজ সম্পন্ন করবে এবং স্বীকৃতিপ্রাপ্ত সংসদ সদস্যদের নামের তালিকা কংগ্রেসে দাখিল করবে ।
|