কেনিয়া সফররত চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ২৮ এপ্রিল নাইরোবিতে জাতিসংঘের আবাসন কর্মসূচির নির্বাহী চেয়ারম্যান আন্না কাজুমোলো তিবাইজুকা ও জাতিসংঘ পরিবেশ কর্মসূচির অস্থায়ী নির্বাহী চেয়ারম্যান শাফকাত কাকাখেলের সঙ্গে সাক্ষাত করেছেন ।
হু চিন থাও বলেছেন , নির্মান ও গোটা বিশ্বের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে জাতিসংঘ আবাসন কর্মসূচিইতিবাচক অবদান রেখেছে । গোটা বিশ্বের পরিবেশ সমস্যার সমাধান ও পরিবেশ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং উন্নয়নমুখী দেশগুলোর পরিবেশ রক্ষার দক্ষতা জোরদারে সাহায্য করার ব্যাপারে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ।
হু চিনথাও জোর দিয়ে বলেছেন , চীন সর্বদাই সক্রিয়ভাবে আবাসন ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতায় অংশ নিয়ে আসছে । চীন সংস্থা দুটোর সঙ্গে আদানপ্রদান ও সহযোগিতা জোরদার করবে এবং অব্যাহতভাবে বিভিন্ন দিক থেকে এই দুটো সংস্থার কাজ সমর্থন করতে থাকবে ।
হু চিনথাও বলেছেন , পরিবেশ রক্ষা করা চীনের মৌলিক রাষ্ট্রীয় নীতি । আবাসন নির্মাণ চীনের সার্বিক স্বচ্ছল সমাজ নির্মাণ করার এক গুরুত্বপূর্ণ অংশ ।
আবাসনের উন্নয়ন ও পরিবেশ রক্ষার ব্যাপারে চীন যে সাফল্য আর্জন করেছে তিবাইজুকা ও কাকাখেল তার উচ্চ মূল্যায়ন করেছেন ।
|