২৯ এপ্রিলচীনের শ্রম ও সামাজিক নিশ্চয়তাবিধান মন্ত্রণালয় ক্রীড়ার এজেন্ট সহ ১৪টি নতুন পেশার তথ্য প্রকাশ করেছে । এনিয়ে চীন সরকার মোট ছ'বার নতুন পেশার তথ্য প্রকাশ করল ।
এবার প্রকাশিত নতুন পেশার মধ্যে নকশা ও শিল্পকলাজাত পেশা বেশী । যেমন লাইটিং নকশাকার , সিরামিক শিল্পের ডিজাইনার, চকোলেট শিল্পের কারিগর , কার্পেটের নকশাকার এতে অন্তর্ভূক্ত। চীনের শ্রম ও সামাজিক নিশ্চয়তাবিধান মন্ত্রণালয়েরএকজন কর্মকর্তা বলেছেন , চীনের পণ্য দ্রব্যের নকশাও তৈরীর মান সম্পর্কেদেশবিদেশের বাজারের চাহিদার সঙ্গে সঙ্গতি রাখার জন্যে এই সব নতুন পেশার জন্ম হয় । এথেকে চীনের বর্তমান শ্রম বাজারের চাহিদার প্রবণতাও প্রমাণিত হয়েছে ।
২০০৪ সালে নির্দিষ্ট সময়ে নতুন পেশা প্রকাশ করার ব্যবস্থা চালু হওয়ার পর এ পর্যন্তপরিসেবা , আইটি সহ ষাটেরও বেশিটি নতুন পেশার নাম প্রকাশ করা হয়েছে ।
|