গত শুক্রবার চীনের জাতীয় বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ব্যুরোর প্রকাশিত " ২০০৫ সালে চীনের আন্তর্জাতিক আয়-ব্যয়ের রিপোর্টে" জানা গেছে চীনের অর্থনৈতিক উন্মুক্ততার মাত্রা আরো বাড়ছে । দেশের অভ্যন্তরীণ অর্থনীতির ওপর বৈদেশিক অর্থনীতির প্রভাবও বেড়ে চলেছে ।
সেই রিপোর্টের পরিসংখ্যান থেকে দেখা গেছে , গত বছর চীনের আন্তর্জাতিক আয়-ব্যয়ের লেনদেনের মোট মূল্য ২০০৪ সালের চেয়ে ২৭ শতাংশ বেড়েছে । আন্তর্জাতিক আয়-ব্যয়ের ক্ষেত্রে চীন অনুকুল উদ্বৃত্ত বজায় রেখেছে । আন্তর্জাতিক আয়-ব্যয়ের মোট মূল্য ২২৩ বিলিয়ন ৮০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে ।
রিপোর্টে বলা হয়েছে , আন্তর্জাতিক আয়-ব্যয়ের মধ্যে মোটামুটি ভারসাম্য বজায় রাখার জন্যে চীনের পক্ষে উদ্যোগের সংগে তার অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণ করা এবং অর্থনীতি বৃদ্ধির উপায়ের পরিবর্তন দ্রুততর করা প্রয়োজন ।
|