চীনের জাতীয় মান তত্ত্বাবধান ও পরীক্ষা সাধারণ ব্যুরোর একজন কর্মকর্তা গত শুক্রকার পেইচিংয়ে বলেছেন , চীনে সংরক্ষিত ভৌগোলিক নিদর্শনসরূপ পণ্যের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে ।
এই কর্মকর্তা বলেছেন , ১৯৯৯ সাল থেকে চীন আনুষ্ঠানিকভাবে ভৌগোলিক নিদর্শনস্বরুপ পণ্য সংরক্ষণের ব্যবস্থা চালু করেছে । এ পর্যন্ত চীনের ৪ হাজারেরও বেশি শিল্পপ্রতিষ্ঠান তাদের পণ্যদ্রব্যে ভৌগোলিক নিদর্শন ব্যবহার করতে অনুমোদন পেয়েছে । পণ্যদ্রব্যের মধ্যে রয়েছে মদ, চা , ফলমূল , ঐতিহ্যিক হস্তজাত দ্রব্য , খাদ্যবস্তু , চীনা ওষুধ ও জলজ দ্রব্য । চীনে এসব সংরক্ষিত পণ্যের মূল্য ৫০০ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে ।
|