২৮ এপ্রিল শ্রীলংকার শান্তি প্রক্রিয়ার চারটি প্রধান পক্ষ-ইইউ, জাপান, যুক্তরাষ্ট্র ও নরওয়ের প্রতিনিধিরা বলেছেন, সম্প্রতি শ্রীলংকার পরিস্থিতি খারাপ হয়েছে বলে, তাঁরা উদ্বিগ্ন এবং বিভিন্ন ধরনের হিংসাত্মক তত্পরতা নিন্দা করেন। তাঁরা সংশ্লিষ্ট পক্ষের উদ্দেশ্যে অবিলম্বে হিংসাত্মক তত্পরতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
জানা গেছে, একই দিন চারটি পক্ষের প্রতিনিধিরা নরওয়ের রাজধানী ওসলোয় সম্মেলন আয়োজন করেছেন, যাতে শ্রীলংকার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা এবং কার্যকর ব্যবস্থা নিয়ে তা মোকাবিলার উপায় খুঁজে বের করা যায়।
সম্মেলনে ই ইউ, জাপান ও মার্কিন প্রতিনিধিরা বলেন, তারা অব্যাহতভাবে শ্রীলংকায় শান্তি প্রক্রিয়ায় নরওয়ের মধ্যস্থতা সমর্থন করেন। চারপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, টোকিও আবার সম্মেলন আয়োজন করবে, যাতে ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট পক্ষকে শ্রীলংকায় স্থায়ী শান্তি বাস্তবায়নে উদ্বুদ্ধ করা যায়।
|