কেনিয়া সফররত চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ২৮ এপ্রিল নাইরোবীতে কেনিয়ার প্রেসিডেন্ট কিবাকির সংগে বৈঠক করেছেন ।
হু চিন থাও বলেছেন , চীন দুদেশের সম্পর্কের ওপর ব্যাপক গুরুত্ব দেয় । তিনি বিভিন্ন ক্ষেত্রে দুপক্ষের বন্ধুত্ব ও সহযোগিতা গভীর করার জন্য ৪টি প্রস্তাব উপস্থাপন করেছেন । প্রস্তাবগুলো হচ্ছেঃএক , উচ্চ পর্যায়ে আদান প্রদান বজার রাখা , দুপক্ষের কর্মকর্তাদের সফর বিনিময় জোরদার করা , দুপক্ষের অভিন্ন স্বার্থ-জড়িত আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে মত বিনিময় করা আর জাতি সংঘসহ বহু আন্তর্জাতিক ক্ষেত্রে সমন্বয় অব্যাহতভাবে জোরদার করা ; দুই , সক্রিয়ভাবে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক সহযোগিতা প্রটোকল বাস্তবায়িত করা ; তিন , সংস্কৃতি , শিক্ষা , স্বাস্থ্য , পর্যটন প্রভৃতি বিষয়ে সহযোগিতা বাড়ানো এবং চার , চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের কাঠামোতে সহযোগিতা জোরদার করা এবং এবছরের নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য পেইচিং শীর্ষসম্মেলনের সফলতার জন্য সম্মিলিত প্রচেষ্টা চালানো ।
|