মার্চ মাসে সাধারণ নির্বাচনে জয়ী ইসরাইলের কাদিমা পার্টি আর সংসদের দ্বিতীয় বৃহত্ পার্টি-লেবার পার্টি ২৭ এপ্রিল মন্ত্রিসভা গঠন বিষয়ক আলোচনা শেষে প্রটোকল স্বাক্ষর করেছে । এটা অস্থায়ী প্রধানমন্ত্রী , কাদিমা পার্টির চেয়ারম্যান এহুদ ওলমার্টের নতুন সরকার গঠনের জন্য ভিত্তি স্থাপন করেছে ।
ওলমার্ট একই দিন লেবার পার্টির চেয়ারম্যান পেরেজের সংগে বৈঠক শেষে দুই পার্টির যৌথ মন্ত্রিসভা গঠনের প্রটোকল স্বাক্ষর করেছেন । প্রটোকল অনুসারে লেবার পার্টি ভবিষতের সরকারে প্রতিরক্ষা , শিক্ষা , কৃষি ও পর্যটন প্রভৃতি ৭টি মন্ত্রীপদ পাবে । পেরেজ প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত হবেন ।
ইসরাইলের নতুন সরকার আগামী সপ্তাহে গঠিত হবে বলে আশা করা হচ্ছে ।
|