চীনের জাতীয় পরিবেশ অধিদপ্তরের ২৮ এপ্রিল প্রকাশিত চলতি বছরের বিশ্ব পরিবেশ দিবসে চীনের প্রসঙ্গ "প্রাকৃতিক পরিবেশের নিরাপত্তা এবং পরিবেশ-সহায়ক সমাজ" ।
জাতীয় পরিবেশ অধিদপ্তারের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি জানিয়েছেন, জাতিসংঘের পরিবেশ কার্যক্রম ২০০৬ সালে বিশ্ব পরিবেশ দিবসের প্রসঙ্গ হচ্ছে "খরা জমিকে মরুভূমি করো না"। এই প্রসঙ্গের আলোকে চীনে সরকার এবং জনগণের প্রাকৃতিক পরিবেশের নিরাপত্তা সুরক্ষা ও পরিবেশ-সহায়ক সমাজ গঠনের দৃঢ়প্রতিজ্ঞা প্রদর্শনের জন্য জাতীয় পরিবেশ অধিদপ্তর চলতি বছরের বিশ্ব পরিবেশ দিবসের চীনের এই প্রসঙ্গ নির্ধারণ করেছে। বিশ্ব পরিবেশ দিবসে জাতীয় পরিবেশ অধিদপ্তর চীনের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের অবস্থা প্রকাশ করেছে এবং "প্রাকৃতিক পরিবেশের নিরাপত্তা ও পরিবেশ-সহায়ক সমাজ" সংক্রান্ত উচ্চ পর্যায়ের ফোরাম আয়োজন করবে।
১৯৭২ সালের অক্টোবরে ২৭তম জাতিসংঘ অধিবেশনে গৃহীত সিদ্ধান্তে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস নির্ধারিত হয়।
|