কেনিয়া সফররত চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ২৮ এপ্রিল কেনিয়ার রাষ্ট্রপতি ভবনে কেনিয়ার প্রেসিডেন্ট কিবাকির সঙ্গে বৈঠক করেছেন । দু'পক্ষ চীন -কেনিয়া সম্পর্ক আর অভিন্ন স্বার্থ-জড়িত আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়াদি নিয়ে মত বিনিময় করেছেন ।
বৈঠকের আগে প্রেসিডেন্ট হু চিনথাও-এর সফরকে স্বাগত জানানোর জন্যে কিবাকি রাষ্ট্রপতি ভবনের লনে মহা-সমারোহে সম্বর্ধনার আয়োজন করেছেন ।
কেনিয়ার প্রেসিডেন্ট ২৭ এপ্রিল চীনের প্রেসিডেন্ট হু চিনথাও নাইরোবী পৌঁছে কেনিয়ায় তাঁর সফর শুরু করেছেন । বিমান বন্দরে পৌঁছার পর তিনি বিবৃতিতে বলেছেন, দীর্ঘকালে চীন ও কেনিয়ার সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হয়েছে ,বিভিন্ন ক্ষেত্রে দু'পক্ষের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা অব্যাহতভাবে সম্প্রাসারণ ও গভীর করা হয়েছে । দু'পক্ষ আন্তর্জাতিক ব্যাপারে পরামর্শ ও সহযোগিতা জোরদার করা হয়েছে , দু'দেশ ও অন্যান্য উন্নয়নমুখী দেশের অভিন্ন স্বার্থ কার্যকরভাবে রক্ষা করেছে । তিনি বিশ্বাস করেন ,এবারকার সফর দু'দেশের ঐতিহ্যিক মৈত্রী জোরদার করা আর দু'পক্ষের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা গভীর করার অনুকূল হবে ।
|