২৭ এপ্রিল পেইচিং বিশ্ববিদ্যালয় ও বার্লিন মুক্ত বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে জার্মানীতে প্রথম কনফুসিয়াস ইন্সটিটিউট বার্লিন মুক্ত বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে।
সেদিন উদ্বোধনী অনুষ্ঠানে জার্মানীতে চীনের রাষ্ট্রদূত মা ছানরুং বলেছেন, কনফুসিয়াস ইন্সটিটিউট স্থাপনের ফলে চীন ও জার্মানীর মধ্যে দুদেশের ভাষা ও সংস্কৃতি আদানপ্রদানের নতুন সূচনা হবে। এতে জার্মানীর জনগণের চীনাভাষা শিখা এবং চীনের সংস্কৃতি উপলব্ধির ক্রমবর্দ্ধমনে চাহিদা মেটা না হবে, দুদেশের জনগণের যোগাযোগ ও আস্থা জোরদার করা এবং সাংস্কৃতিক আদানপ্রদান ও মৈত্রীর সুষ্ঠু উন্নয়ন ত্বরান্বতি হবে ।
বার্লিন মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট দিয়েতের লেনজেন বলেছেন, কনফুসিয়াস ইন্সটিটিউট দুদেশের সাংস্কৃতিক আদানপ্রদান ও সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আশা করেন কনফুসিয়াস ইন্সটিটিউটের মাধ্যমে দুদেশের সাংস্কৃতিক আদানপ্রদানের প্রভাব জার্মানীর সমাজের ভিতরে সম্প্রসারিত হবে। পেইচিং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সু চিহুং বলেছেন, কনফুসিয়ান সংস্কৃতি শুধু চীনের নয় , তা সারা বিশ্বের সম্পদ। তিনি আশা করেন কনফুসিয়াস ইন্সটিটিউট বিশ্বব্যাপী কনফুসিয়ান তত্ত্ব গবেষণা ত্বরান্বিত করতে পারবে ।
|