চীনের তেরী সিয়াও লুং-০৪ নং নামে নতুন প্রজন্মের জঙ্গী বিমান ২৮ এপ্রিল দক্ষিণ-পশ্চিম চীনের ছেং তু শহরে সাফল্যের সংগে উড্ডয়ন করেছে ।
চীনের প্রথম বিমান শিল্প গোষ্ঠী আর পাকিস্তানের বিমান বাহিনীর যৌথ পুঁজিবিনিয়োগে এই জঙ্গী বিমান তৈরী হয়েছে । আন্তর্জাতিক আর দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা অনুযায়ী , সিয়াও লুং-০৪ নং জঙ্গী বিমান দেশের সর্বাধুনিক ইলেকট্রোনিক্স্ ব্যবস্থা আর অস্ত্রে- শাস্ত্রে সজ্জিত । ফলে এই বিমানের সার্বিক গুণগত মান আর যুদ্ধের সামর্থ্য অনেক উন্নত হয়েছে । তা একবিংশ শতাব্দির যুদ্ধের পরিবেশের সংগে সামঞ্জস্যপূর্ণ হয়েছে ।
সিয়াও লুং ০৪ নং নামে বিমানের সফল উড্ডয়নের সুবাদে এই বিমানের বিপুল পরিমাণে উত্পাদনের জন্য ভিত্তি স্থাপিত হয়েছে । এ থেকে প্রতিপন্ন হচ্ছে যে , চীনের বিমান শিল্পের নিজস্ব উদ্ভাবন আর তৈরীর সামর্থ্য আরো উন্নত হয়েছে ।
|