চীনের কেন্দ্রীয় ব্যাংক- চীন গন ব্যাংকের এক বছরমেয়াদী ঋণের সুদের হার ২৮ এপ্রিল থেকে কিছুটা বেড়েছে । এই উপলক্ষে চীনের কেন্দ্রীয় ব্যাংকের সহকারী গভর্নর ই কাং এই মত প্রকাশ করেছেন যে , এটা চীনের সার্বিক অর্থনীতির সংগে সামঞ্জস্যপূর্ণ । তা অর্থনীতির স্থিতিশীল আর দ্রুত বিকাশের অনুকূল হবে ।
একই দিন ব্যাংকের সংস্কার সংক্রান্ত একটি আন্তর্জাতিক সেমিনারে ই কাং বলেছেন , চীনে এখনো উচ্চ প্রবৃদ্ধি আর নিম্ন মুদ্রাস্ফীতির সুষ্ঠু প্রবণতা বজায় রয়েছে । এবারে সুদের হার বৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধির উত্কৃষ্টতা বৃদ্ধির অনুকূল হবে । এতে অর্থনীতির টেকসই বিকাশ বাস্তবায়িত করা যায় ।
২৮ এপ্রিল থেকে চীনের ব্যাংকিং প্রতিষ্ঠানের এক বছর মেয়াদী ঋণের হার ০.২৭ শতাংশ বেড়ে ৫.৫৮ শতাংশে দাঁড়িয়েছে ।
|