২৭ এপ্রিল চীনের অলৌহ খনিজসম্পদ গোষ্ঠীর লিমিটেড কোম্পানি জাম্বিয়ার রাজধানি লুসাকায় জাম্বিয়ার তিনটি খনিজসম্পদ কোম্পানির সঙ্গে আলাদা আলাদাভাবে খনিজসম্পদ সহযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
স্মারকলিপি অনুযায়ী , চীনের অলৌহ খনিজসম্পদ গোষ্ঠীর এই তিনটি কোম্পানির সহযোগিতায় খনি এলাকা জরিপ করবে, যাতে দুপক্ষ একযোগে স্থানীয় খনিজসম্পদ উন্নয়নের প্রস্তুতি নিতে পারে ।
জাম্বিয়ার উত্তর-পশ্চিম প্রদেশের গভর্নর জেমস কাতোকা ও জাম্বিয়ায় চীনের রাষ্ট্রদূত লি বাওতুং এই স্বাক্ষরদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কাতোকা বলেছেন, জাম্বিয়া সরকার অন্যদেশকে তার খনিখাতে পুঁজিবিনিয়োগে উত্সাহ দিয়েছে। রাষ্ট্রদূত লি বাওতুং বলেছেন, দুদেশের খনিজসম্পদ উন্নয়ন আরো জোরদার হবে বলে তিনি আশা করেন।
|