চীনের নিজস্ব ডিজাইন ও নির্মাণ করা ব্যাপক বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুত্ স্টেশন--ছিনশান পারমাণবিক বিদ্যুত্ স্টেশনের দ্বিতীয় সম্প্রসারিত প্রকল্প ২৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ।
ছিনশান পারমাণবিক বিদ্যুত্ স্টেশনের দ্বিতীয়প্রকল্প হচ্ছে চীনের স্বতন্ত্র পারমাণবিক বিদ্যুত্ উন্নয়নে সফলতার দৃষ্টান্ত। দু'টি ৬ লক্ষ কিলোওয়াট পারমাণবিক বিদ্যুত্ উত্পাদন ক্ষমতাসম্পন্ন যন্ত্র এখন বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে । এর ভিত্তিতে দ্বিতীয় সম্প্রসারিত প্রকল্প নির্মিত হচ্ছে । এতে থাকবে দু'টি সাড়ে ছ'লক্ষ কিলোওয়াট পারমাণবিক বিদ্যুত্ উত্পাদন ক্ষমতাসম্পন্ন যন্ত্র। পরিকল্পনানুযায়ী ২০১১ সাল আর ২০১২ সালে তা বাণিজ্যিকভাবেব্যবহৃত হবে ।
জানা গেছে, দু'টি নতুন সম্প্রসারিত উত্পাদনযন্ত্রের সামর্থ্য আরো ভালভাবে উন্নত হবে , সম্প্রসারিত প্রকল্পে চীনের নিজস্ব নির্মাণের অনুপাত ৭০ শতাংশ চেয়েও কম হবে না।
|